Surprise Me!

নারী দিবসে দিবসে দিলীপ ঘোষকে নিশানা চন্দ্রিমা ভট্টাচার্যের

2023-03-08 1 Dailymotion

আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে দিলীপ ঘোষকে নিশানা রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। গর্ভাবস্থায় হিন্দুত্ব শেখাবে সংঘ, সম্প্রতি এই কর্মসূচির ঘোষণা করেছে আরএসএস। যার প্রত্যুত্তরে দিলীপ ঘোষকে নিশানা করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমি জানি না এটা কোন বিজ্ঞান। গর্ভের মধ্যে সন্তান হিন্দুত্ব শিখবে না ইসলাম শিখবে, নাকি জৈন কিংবা খ্রিস্টান হবে এটা আমাদের জানা নেই। আমরাও গর্ভে ধারন করেছি, সব ধর্মকে সম্মান করাই আমাদের শিক্ষা। এটা সনাতন শিক্ষা। দিলীপবাবু কী ভাবে বুঝবেন, ওনার তো ধারণ শক্তি নেই।”

Buy Now on CodeCanyon