Surprise Me!

৩৫০ কোটির দুর্নীতি! শান্তনুর মোবাইল খুলতেই ‘খাজানা’ পেল ইডি

2023-03-13 3 Dailymotion

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এ দিন এনআইএ-র বিশেষ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে বলা হয়, সাড়ে ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে, যা আদালত কক্ষে প্রকাশ্যে বলা যাবে না। তদন্তকারীরা শান্তনুর মোবাইল থেকে অ্যাডমিট কার্ড-সহ ৩০০ জনের তালিকা উদ্ধার করেছে। এই তালিকার অনেকেই চাকুরিরত। এদের প্রত্যেকের তথ্য কমিশনের থেকে সংগ্রহ করবে ইডি। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের আরেক যুবনেতা কুন্তল ঘোষের দিকেই আঙুল তুলছেন শান্তনুর আইনজীবীরা। আদালতে শান্তনুর আইনজীবী আদালতকে জানায়, ‘‘কুন্তল কয়েকশো এজেন্টের থেকে কয়েকশো কোটি টাকা তুলেছে। এখন এজেন্টদের ভয় দেখিয়ে অন্যত্র টাকা সরাচ্ছে কুন্তল।”

Buy Now on CodeCanyon