Surprise Me!

রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি/কবিতা আবৃত্তি/chotoder kobita/ kobita abritti adrita/majhi/Rabindranath

2023-04-23 78 Dailymotion

কবিতা - মাঝি <br />কবি - রবীন্দ্রনাথ ঠাকুর<br />আবৃত্তি - অদ্রিতা<br />Poetry:- Majhi<br />Poet:- Rabindranath Tagore | Rabindranath Thakur<br />Recitation:- Adrita <br />Majhi kobita<br />রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতা<br />#রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতা<br />#মাঝি <br /># রবীন্দ্রনাথ ঠাকুর<br /># Rabindranath Tagore kobita <br /># kobita abritti adrita <br />#kobita_abritti <br />#kobita <br />#rabindranath_tagore <br />#youtube_video <br />মাঝি কবিতা<br />মাঝি কবিতা আবৃত্তি<br />মাঝি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর<br /><br /><br /><br /><br /><br />O০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০<br />মাঝি<br />রবীন্দ্রনাথ ঠাকুর <br />আমার যেতে ইচ্ছে করে<br />নদীটির ওই পারে-<br />যেথায় ধারে ধারে<br />বাঁশের খোঁটায় ডিঙি নৌকো<br />বাঁধা সারে সারে।<br />কৃষাণেরা পার হয়ে যায়<br />লাঙল কাঁধে ফেলে;<br />জাল টেনে নেয় জেলে,<br />গোরু মহিষ সাঁতরে নিয়ে<br />যায় রাখালের ছেলে।<br />সন্ধে হলে যেখান থেকে<br />সবাই ফেরে ঘরে<br />শুধু রাতদুপরে<br />শেয়ালগুলো ডেকে ওঠে<br />ঝাউডাঙাটার 'পরে।<br />মা, যদি হও রাজি,<br />বড়ো হলে আমি হব<br />খেয়াঘাটের মাঝি।<br />শুনেছি ওর ভিতর দিকে<br />আছে জলার মতো।<br />বর্ষা হলে গত<br />ঝাঁকে ঝাঁকে আসে সেথায়<br />চখাচখী যত।<br />তারি ধারে ঘন হয়ে<br />জন্মেছে সব শর<br />মানিক-জোড়ের ঘর,<br />কাদাখোঁচা পায়ের চিহ্ন<br />আঁকে পাঁকের 'পর।<br />সন্ধ্যা হলে কত দিন মা,<br />দাঁড়িয়ে ছাদের কোণে<br />দেখেছি একমনে<br />চাঁদের আলো লুটিয়ে পড়ে<br />--<br />সাদা কাশের বনে।<br />মা, যদি হও রাজি,<br />বড়ো হলে আমি হব<br />খেয়াঘাটের মাঝি।<br />এ-পার ও-পার দুই পারেতেই<br />যাব নৌকো বেয়ে।<br />যত ছেলেমেয়ে<br />স্নানের ঘাটে থেকে আমায়<br />দেখবে চেয়ে চেয়ে।<br />সূর্য যখন উঠবে মাথায়<br />অনেক বেলা হলে -<br />--<br />আসব তখন চলে<br />"বড়ো খিদে পেয়েছে গো -<br />খেতে দাও মা' বলে।<br />আবার আমি আসব ফিরে<br />আঁধার হলে সাঁঝে<br />তোমার ঘরের মাঝে।<br />বাবার মতো যাব না মা,<br />বিদেশে কোন্ কাজে।<br />মা, যদি হও রাজি,<br />বড়ো হলে আমি হব<br />খেয়াঘাটের মাঝি।<br />#Rabindranath_Tagore #bengali_poem #bangla_kobita

Buy Now on CodeCanyon