Surprise Me!

Cyclone Mocha: তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত মোকা, দিঘায় তৈরি উদ্ধারকারী দল

2023-05-12 2 Dailymotion

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত মোকা। অতি  সক্রিয় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় মোকা আছড়ে পড়তে পারে মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে। স্থলভাগে আছড়ে পড়তেই এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৭০ থেকে ১৭৫ কিলোমিটার। তবে এই মুহূর্তে মোকার প্রভাব পশ্চমবঙ্গে পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

Buy Now on CodeCanyon