Surprise Me!

Delhi Murder: সাহিলের কাছ থেকে দূরে থাক, মেয়েকে বলেও শেষরক্ষা হয়নি

2023-06-01 2 Dailymotion

দিল্লিতে  নাবালিকা খুন কাণ্ডে একের পর এক তথ্য প্রকাশ্যে  আসতে শুরু করেছে। সাক্ষীর বাবা জানান, তাঁর মেয়ে জানিয়েছিল সাহিলের কথা কিন্তু বন্ধু হিসেবে। সাহিল তাঁদের সামনেও এসেছে। পরে যখন সাহিলকে নিয়ে তাঁর মেয়ে বাড়িতে কথা বলেন, সেই সময় তাঁরা তাকে পড়াশোনায় মন দেওয়ার পরামর্শ দেন।

Buy Now on CodeCanyon