শহীদের বৈশিষ্ট্য:-<br />রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার দরবারে শহীদের জন্য রয়েছে ৬টি বৈশিষ্ট্য-<br /><br />ক. প্রথম রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ক্ষমা করে দেয়া হয় এবং শহীদ ব্যক্তি জান্নাতে তার স্থান দেখে নেয়।<br />খ. কবরের আজাব থেকে তাকে দূরে রাখা হয়।<br />গ. বড় ভীতি অর্থাৎ, কিয়ামাতের কঠিন অবস্থা থেকে নিরাপদ থাকবে।<br />ঘ. তাঁকে ঈমানের একজোড়া অলংকার পরানো হবে।<br />ঙ. হুরদের সঙ্গে বিবাহ দেয়া হবে।<br />চ. নিকট আত্মীয়দের থেকে ৭০ জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে।<br />সুতরাং ইচ্ছা হোক অনিচ্ছায় হোক, প্রত্যেক মানুষকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা সকল মুসলিম জাতিকে শহিদী মৃত্যু দান করুন,আমীন।<br />===========================================================================<br />■ Our Social Media Link:-<br />♥ Instagram: https://www.instagram.com/nasirmedia<br />♥ Facebook: https://www.facebook.com/nasirmedia<br />♥ Twitter: https://www.twitter.com/nasirmediabd<br />♥ Website: https://nasirmedia.wixsite.com/nasirmedia<br /> https://nasirmediabd.blogspot.com<br />♥ Email: nasirmediastudio@gmail.com<br /><br />■ View Our Channel's All Videos: https://www.dailymotion.com/nasirmedia<br />************************************************************************************************<br /><br />#NasirMedia #AbdurRazzakBinYousuf #SohiderMorjada