Surprise Me!

Rahul Gandhi পৌঁছলেন মণিপুরে, কথা বলবেন আশ্রয় শিবিরের মানুষদের সঙ্গে

2023-06-29 1 Dailymotion

মণিপুরে পৌঁছলেন রাহুল গান্ধী। ইম্ফল থেকে ২০ কিলোমিটার দূরে থামিয়ে দেওয়া হয় রাহুল গান্ধীর কনভয়। বিষ্ণুপুরের কাছাকাছি রাহুল গান্ধীর কনভয় থামিয়ে দেওয়া হয় বলে খবর। কী কারণে বিষ্ণপুরের কাছাকাছি রাহুল গান্ধীর কনভয় থামিয়ে দেওয়া হয়, সে বিষয়ে কোনও স্পষ্ট ধারনা নেই বলে জানান কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল।

Buy Now on CodeCanyon