Surprise Me!

Dudhsagar Waterfalls এর সামনে ট্রেকার্সদের ওঠবোস পুলিশের, ভাইরাল ভিডিয়ো

2023-07-17 1 Dailymotion

নির্দিষ্ট স্টেশন আগে ট্রেন থেকে নেমে পড়েন বেশ কিছু ট্রেকার্স। গোয়া-কর্ণাটক সীমান্তের দুধসাগর জলপ্রপাত দেখতেই নির্দিষ্ট স্টেশনের আগে ট্রেন থেকে নেমে নেমে যান ওই ট্রেকার্সরা। যা চোখে পড়তেই পদক্ষেপ করে রেল পুলিশ। নির্দিষ্ট স্টেশনে ট্রেন ঢোকার আগে কেন তাঁরা নামলেন দুধসাগর জলপ্রপাতে,তা নিয়ে প্রশ্ন তোলা হয় রেল পুলিশের তরফে। পাশাপাশি ওই ট্রেকার্সদের শাস্তি দিতে কান ধরে ওঠবোস করানো হয় রেল পুলিশের তরফে।

Buy Now on CodeCanyon