Jeetu Kamal: বিচ্ছেদের জল্পনার মাঝে নবনীতাকে জন্মদিনের শুভেচ্ছা জীতুর
2023-08-03 2 Dailymotion
টলিউড জুড়ে তাঁদের বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছে জোর কদমে। জীতু কমল এবং নবনীতা এবার পৃথক হচ্ছেন বলে খবর মেলে। নবনীতা নিজে ফেসবুকে সেই খবর জানান। যদিও জীতু এখনও তাতে সিলমোহর দেননি। এসবের মাঝেই এবার ফের নবনীতা শুভেচ্ছা জানালেন জীতু কমল।