Surprise Me!

শনিবার পালসার ম্যানিয়ায় মাতবে বাঁকুড়া,ঘোস্ট রাইডারজ এর স্ট্যান্ট দেখতে আজই রেজিস্ট্রার করুন,স্ট্যান্টবাজিতে যোগ দেন আপনিও।

2023-09-14 12 Dailymotion

আগামী ১৬ ই সেপ্টেম্বর, শনিবারের দিনটি আপনাকে অন্যভাবে উপভোগ করার সুযোগ করে দিচ্ছে বাজাজ অটো। এদিন বাঁকুড়া শহরের খ্রিস্টান কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে আয়োজন করা হয়েছে পালসার ম্যানিয়া 2.0' টু-হুইলার 'স্টান্ট শো'।এই শোতে থাকছে পাওয়ার ম্যানিয়া,স্টাইল ম্যানিয়া, প্রিসিশন ম্যানিয়া। পাশাপাশি,প্রফেশনাল বাইক স্টান্ট-পারফরমেন্স উপভোগ করতে পারবেন। <br />এই ইভেন্টের বিশেষ।আকর্ষণ দেশের সেরা ফ্রিস্টাইল স্টান্ট রাইডিং দল, ঘোস্ট রাইডারজ এর বিভিন্ন স্টান্ট প্রদর্শন। এছাড়া আপনিও স্ট্যান্টবাজিতে অংশ নিতে পারেন।তার জন্য রয়েছে স্ট্যান্ট স্কুলও। শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চল।বে এই স্ট্যান্ট শো। আপনি বাজাজ অটোর ওয়েব সাইটে এই স্ট্যান্ট শোর এন্ট্রি পাস সংগ্রহ করতে পারবেন। এছাড়া আগে এলে আগে পাওয়ার ভিত্তিতে স্ট্যান্ট গ্রাউন্ড থেকেও সীমিত এন্ট্রি পাস বিলি করা হবে। বিস্ফোরক স্ট্যান্টবাজি দেখে রোমাঞ্চ উপভোগ করার এই সুযোগ হাতছাড়া করবেন না। তাই বাজাজ অটোর সাইট লগইন করে আনলক করুন আপনার এণ্ট্রি পাস।

Buy Now on CodeCanyon