Surprise Me!

Parliament Special Session:পুরনো সংসদে শেষ দিনে আবেগঘন PM Modi

2023-09-18 1 Dailymotion

গণেশ চতুর্থীতে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। আগামী শুক্রবার পর্যন্ত অর্থাৎ ৫ দিন ধরে চলবে সংসদের এই বিশেষ অধিবেশন। সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষ্যে কার্যত আবেগঘন হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরনো সংসদে আজই শেষ অধিবেশন। শেষ অধিবেশনে একেবারে আবেগঘন হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

Buy Now on CodeCanyon