Surprise Me!

Sikkim Floods:সিকিমে সেনা কর্মীদের খোঁজে তল্লাশি, বাড়ছে মৃতের সংখ্যা

2023-10-06 7 Dailymotion

সিকিমে ভয়াবহ বিপর্যয় নেমে আসতেই ২৩ জন সেনা কর্মীর কোনও মিলছে না। সিকিমে নিখোঁজ সেনা কর্মীদের খোঁজে যে তল্লাশি শুরু হয়েছে, তা এখনও অব্যাহত। সিকিমে ২৩ জন সেনা কর্মীর পাশাপাশি আর কতজন নিখোঁজ,সে বিষয়ে এখনও কোনও সঠিক সংখ্যা মেলেনি। নিখোঁজ সেনা কর্মীদের খোঁজে যেমন তল্লাশি শুরু হয়েছে, তেমনি দুর্গতদের সাহায্যের জন্য ক্রমাগত কাজ করছেন আইটিবিপি-সহ বায়ুসেনাও।

Buy Now on CodeCanyon