Surprise Me!

সই কেবা শুনাইল শ্যাম নাম

2024-05-04 6 Dailymotion

সই কে শুনাইল শ্যাম নাম' পদটির রচয়িতা চন্ডীদাস।<br />শিল্পী : অণিমা বাইন ৷<br /><br />“সই, কেবা শুনাইল শ্যাম-নাম।<br />কাণের ভিতর দিয়া মরমে পশিল গো<br /> আকুল করিল মোর প্রাণ।<br />না জানি কতেক মধু শ্যাম-নামে আছে গো<br /> বদন ছাড়িতে নাহি পারে।<br />জপিতে জপিতে নাম অবশ করিল গো<br /> কেমনে পাইব, সই, তারে।।<br />নাম-পরতাপে যার ঐছন করিল গো<br /> অঙ্গের পরশে কিবা হয় ।<br />যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো<br /> যুবতি-ধরম কৈছে রয়।।<br />পাশরিতে করি মনে পাশরা না যায় গো<br /> কি করিব কি হবে উপায়।”<br />কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুল নাশে<br /> আপনার যৌবন যাচায়।।

Buy Now on CodeCanyon