Surprise Me!

হাদীস নং ১। সংক্ষিপ্ত ৪০ হাদীস বাংলায়। (ধর্মের সারমর্ম হলো কল্যাণ কামনা করা)

2024-06-10 1 Dailymotion

রাসূলুল্লাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি আমার উম্মতের ফায়দার কথা চিন্তা করে, চল্লিশটি হাদীস মুখস্থ করবে, কিয়ামত দিবসে সে আলেম এবং শহীদগণের জামাতের সঙ্গে উঠবে। তাকে বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছে, সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করুন।’ <br /><br />হযরত সায়্যেদুল মুরসালীন (সা.)-এর মুখনিঃসৃত বাণী থেকে নির্বাচিত ৪০ হাদীস যা সহজেই আমরা সকল বয়সীরা মুখস্ত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতা’আলা আমাদের সকলকে ৪০ হাদীস মুখস্ত করা ও এই হাদীসের উপর আমল করার তৌফিক দান করুন। আমীন।<br /><br />এই ভিডিওতে ১ নং হাদীসটি উল্লেখ করা হয়েছে।<br /><br /> ১। الدِّيْنُ النَّصِيْحَةُ<br />হাদীসের অর্থঃ ধর্মের সারমর্ম হলো কল্যাণ কামনা করা।<br />ব্যাখ্যা: কল্যাণ কামনা করা- হোক তা সৃষ্টির বা রসূলের বা খোদা তা'লার । অর্থাৎ আল্লাহ্ তা'লা যে শৃঙ্খল বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেছেন তার উন্নতিকল্পে সদা চেষ্টায় রত থাকা এবং রসূলের প্রচার প্রচারনায় সাহায্য করা এবং সৃষ্টির প্রতি দয়ার্দ্র হওয়া । <br />

Buy Now on CodeCanyon