আমাদেৱ অগ্রযাত্রার মধ্যে অন্যতম ব্যর্থতা হলো বেকার সমস্যা ৷ <br /><br />বাংলাদেশে বেকারত্বের মুল কারণ জনসংখ্যা বাড়ার অনুপাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়া। তবে জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করতে ব্যর্থ হওয়ায় বাড়ছে এই সংখ্যা। বিনিয়োগের অভাব, আত্ম-কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়া, ব্যবসায়িক প্রবৃদ্ধি না ঘটা, রাষ্ট্রীয় অর্থনৈতির প্রয়োজনীয় বিকাশ না ঘটা, দক্ষ ও কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অভাব, অপরিকল্পিত ভূমি ব্যবহার, রাজনৈতিক অস্থিরতা, কায়িক শ্রমে অনীহা, সীমাহীন দুর্নীতিসহ নানা কারণেই বাড়ছে বেকারত্বের হার।পর্যাপ্ত কর্মক্ষেত্রের অভাবে উচ্চ শিক্ষিত হয়েও অনেকে বেকার জীবন কাটায়।ফলে সে হয়ে ওঠে পরিবার ও সমাজের বোঝা। .বেকাৱত্বেৱ কাৱণে অনেকেই অনৈতিক পন্তা অনলম্বন কৱছে যা আমাদেৱ সকলেৱ জন্য বিপদজনক ৷বেকার সমস্যা সমাধান করার উপায় হচ্ছে "চাকরির আশায় না থেকে নিজ উদ্যোগে কিছু করা।" অর্থাৎ self dependent হতে হবে। পড়ালেখার পাশাপাশি কোন বিষয়ে স্কিল হওয়া। কলেজ ইউনিভার্সিটি লাইফের শুরু থেকেই টাকা আর্নিং করার সুযোগ খুঁজতে থাকা। ধন্যবাদ <br /><br />#happydigitalmarketing <br />#happyfreelancing <br />#ব্যাকারত্ব <br />#digitalmarketing