Surprise Me!

চুপি চুপি রাত নেমে আসে আকাশে

2024-11-28 33 Dailymotion

চুপি চুপি রাত নেমে আসে আকাশে<br />গুটি গুটি চাঁদ এসে পাশে বসে<br />কানে কানে গান শোনাই<br /><br />গুটি গুটি তারা জ্বলে ওঠে আবার<br />ছুটে ছুটে চলে যায় মনটা আমার<br />আমি আকাশ পানে হাত বাড়াই<br /><br />রাত বেড়ে চলে আমার শরীরের ভিতর<br />তার টান শিরায় শিরায়<br />জানিনা কেন ঘুম আসেনা যে চোখে<br />বসে থাকি আমি কিসের অপেক্ষায়<br /><br />চুপি চুপি রাত ডাকে আমাকেও<br />চাঁদটাও হাতছানি দেয়<br />মিশে যেতে চাই ঐ আকাশে<br />আকাশও আমাকে ছুঁতে চায়<br />জানিনা কেন ঘুম আসেনা যে চোখে<br />এইভাবে রাত কেটে যায়<br /><br />ফিস ফিস করে ওঠে মনটা আমার<br />হাঁসফাঁস করে কত কবিতা আবার<br />যায় হারিয়ে যায় আবার<br />ঝিরঝির করে ওঠে গাছের পাতা<br />শিরশির করে ওঠে মন আর মাথা<br />যাই ভেসে যাই অজানায়

Buy Now on CodeCanyon