Surprise Me!

ধূপগুড়িতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস

2025-01-09 7 Dailymotion

<p>রেলগেট ভেঙে লাইনের মাঝে উল্টে গেল পিক-আপ ভ্যান ৷ আধঘণ্টার বেশি সময় ধরে আটকে রাজধানী এক্সপ্রেস। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বটতলার NN36 নম্বর রেলগেটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রেলগেটের কর্মীর কাছে ডাউন (নয়াদিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস যাওয়ার খবর আসতেই তিনি রেলগেট নামাতে যান। ঠিক সে সময় আচমকা দ্রুতগতিতে একটি পিক-আপ ভ্যান রেলগেটে ঢুকে পড়ে ৷ পারাপার করতে গিয়ে গেটে ধাক্কা মারতেই লাইনের মাঝখানে উল্টে যায়। </p><p>রেলগেট থেকে কিছুটা দূরে জরুরিকালীন ব্রেক কষে ডাউন রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করান চালক। যার জন্য বড়সড় রেল দুর্ঘটনা হাত থেকে রক্ষা পায় ৷ তবে, লাইনে পিক-আপ ভ্যানটি উল্টে যাওয়ায় পরিষেবা ব্যাহত হয় ৷ প্রায় আধঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকে রাজধানী এক্সপ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়, জিআরপি-সহ ধূপগুড়ি স্টেশন সুপার। ঘটনাস্থলে ভিড় জমান প্রচুর মানুষ। আরপিএফ এবং সাধারণ মানুষের সহযোগিতায় রেললাইন থেকে পিক-আপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়। সকলে আশঙ্কা করছেন এর থেকে আরও বড় দুর্ঘটনা করতে পারত। রেলসূত্রে খবর, দুর্ঘটনা গ্রস্থ পিক-আপ ভ্যানের চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>

Buy Now on CodeCanyon