যশোরের শার্শায় বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর বারোটার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের ইউনিয়ন পরিষদের সামনে এই অভিযান চালানো হয়।<br /><br />আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।<br /><br />পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন এবং শুভ ঘোষের জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১৯২.৬৯ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা।<br /><br />নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।<br /><br />এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন:<br />👉 https://mission90.news<br /><br />আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন:<br />👉 https://www.youtube.com/@Mission90news247<br /><br />আমাদের ফেসবুক পেজে লাইক দিন:<br />👉 https://www.facebook.com/mission90.news<br /><br />ভিডিও কভারেজ দেখতে এখানে ক্লিক করুন:<br />👉 https://www.facebook.com/mission90.tv<br /><br />আমাদের কপিরাইট নীতিমালা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন:<br />👉 https://mission90.news/copyright-policy/<br /><br />#যশোর #শার্শা #স্বর্ণেরবার #পাচার #আটক #পুলিশ #Mission90News