গতকাল সব কাজ বুঝিয়ে দিয়েছিল মালিকপক্ষ ৷ আর আজ গেটে তালা ঝুলছে ৷ নোটিশ ছাড়াই ডুয়ার্সের ওই চা-বাগান ছেড়ে চলে গিয়েছে মালিকপক্ষ।