Surprise Me!

53 পূর্ণ করলেন সৌরভ, বাড়িতেই সাদামাটা জন্মদিন পালন মহারাজের

2025-07-08 1 Dailymotion

<p>53 পূর্ণ করে মঙ্গলবার 54-য় পা দিলেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ মধ্যরাত থেকেই মহারাজের জন্মদিনের উদ্দীপনা শুরু হয়েছিল ভক্তদের মধ্যে ৷ ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে এজবাস্টনে দেখা গিয়েছিল তাঁকে ৷ এছাড়া আইকনিক লর্ডসে মেয়ে সানা'র কোম্পানির এক অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট ৷ তবে জন্মদিনের আগেই কলকাতায় ফিরে এসেছেন সৌরভ ৷ এদিন জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভের জনাকয়েক বন্ধু, যাঁরা বিলেতেও সফরসঙ্গী ছিলেন ৷ শহরে ফিরতেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসেন সৌরভ ৷ মঙ্গলবার সকালে বাড়িতে কেক নিয়ে হাজির হয় একটি ক্রিকেট অ্যাকাডেমির শিক্ষার্থীরা ৷ এসেছিলেন ফ্যানক্লাবের সদস্যরাও ৷ কেক কেটে জন্মদিন পালন করেন মহারাজ ৷ জন্মদিনে মূলত পরিবারের সদস্যদের সঙ্গে খুব সাধারণভাবেই কাটে সৌরভের ৷ এবারও তার ব্যতিক্রম নয়।</p>

Buy Now on CodeCanyon