<p>সল্টলেকের ৯ নম্বর আইল্যান্ডে বেহাল রাস্তা। এলাকাবাসীর অভিযোগ একটুখানি বৃষ্টিতেই রাস্তা চলে যায় জলের নীচে। এবার সেই খানাখন্দেই কৈ মাছ ছেড়ে হয় বিজেপির প্রতীকি বিক্ষোভ। প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি বলে জানান এলাকাবাসী।</p>