<p>শুভেন্দুর কন্যা সুরক্ষা যাত্রায় হামলার প্রতিবাদে সরব বিজেপি। বারাসাত থানার সামনে হয় বিজেপির তীব্র বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে অবস্থান শুরু করে কর্মীরা। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি বিজেপির। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ।</p>