<p>SIR নিয়ে এবার রাহুল গান্ধী ও তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন শমীক ভট্টাচার্য ও সৌমিত্র খান। শমীক জানান 'তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর হাত ধরেছে তো, এবার তৃণমূল আর রাহুল একসঙ্গে ডুববে বঙ্গোপসাগরে'।</p>