Surprise Me!

স্কোয়াড্রন লিডার হালিমের ছোট ভাই হলেন *আশফাকুর রহমান*। নিউ মার্কেটে তার একটি দোকান আছে যার নাম *রহমান এন্টারপ্রাইজ*। গত রাতে সেনাবাহিনী ওই বাজারের ৩৫০টি দোকানের মধ্যে ৩টি দোকান থেকে অনেক অবৈধ সামুরাই ছুরি উদ্ধার করেছে। এই *রহমান এন্টারপ্রাইজ* তাদের মধ্যে

2025-08-12 2 Dailymotion

স্কোয়াড্রন লিডার হালিমের ছোট ভাই হলেন *আশফাকুর রহমান*।<br />নিউ মার্কেটে তার একটি দোকান আছে যার নাম *রহমান এন্টারপ্রাইজ*।<br />গত রাতে সেনাবাহিনী ওই বাজারের ৩৫০টি দোকানের মধ্যে ৩টি দোকান থেকে অনেক অবৈধ সামুরাই ছুরি উদ্ধার করেছে। এই *রহমান এন্টারপ্রাইজ* তাদের মধ্যে একটি।<br />*আশফাকুর রহমান* গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছে, কিন্তু তার কর্মচারী মোঃ শোপনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে।<br />অস্থিরতা তৈরির জন্য উপরোক্ত তিনজন দোকান মালিক ঢাকা শহরের বিভিন্ন দুর্বৃত্তদের কাছে অবৈধ সামুরাই ছুরি সরবরাহ করে আসছিল। এখানে ষড়যন্ত্রের আভাস রয়েছে।<br />জানা গেছে যে *স্কোয়াড্রন লিডার হালিম* তার ভাইয়ের নাম এই মামলা থেকে মুছে ফেলার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন কারণ তার ভাইকে গ্রেপ্তার করা হলে তার নাম উঠে আসবে। তিনি ইতিমধ্যেই *প্রধান উপদেষ্টার এডিসি* হিসেবে তার পদ ব্যবহার করে পুলিশ কর্তৃপক্ষকে জানিয়েছেন।<br />তার ভাই *আশফাকুর রহমান* কে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, যাতে তাদের সমস্ত অপরাধমূলক নেটওয়ার্ক অপসারণ করা যায়।

Buy Now on CodeCanyon