<p>৭৭তম বর্ষে অভিনব থিম বেহালার বড়িশা সর্বজনীন দুর্গোৎসবের। তাঁদের এবারের থিম স্বর্গ, মর্ত্য, পাতালে খনন কার্য চলছে। প্রথমবার দর্শনার্থীরা দেখবেন মাটির নিচে পুজো প্যান্ডেল। দর্শকদের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা হতে চলেছে এই পুজো।</p>