Surprise Me!

Thakurpukur State Bank Park Sarbojanin - প্রত্নকথা - Durga Puja Parikrama 2025 - পূজা প্যান্ডেল ২০২৫

2025-09-23 2 Dailymotion

Thakurpukur State Bank Park Sarbojanin - প্রত্নকথা - Durga Puja Parikrama 2025 - পূজা প্যান্ডেল ২০২৫ <br />থিমের প্রতিটি আঁচড়ে লুকিয়ে আছে আনন্দ, আবেগ আর ভক্তির ছোঁয়া <br />কলকাতার ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীন শারদোৎসব ২০২৫-এর থিম— ‘প্রত্নকথা’-র প্রথম অবয়ব যেন ইতিহাসের গর্ভ থেকে উঠে এসে আমাদের চোখের সামনে ধরা দিয়েছে, যেখানে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে আছে অনুভব আর আবেগ। <br />কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. অশোক দত্ত -এর নেতৃত্বে প্রত্নখননের মাধ্যমে উন্মোচিত মোগলমারির বৌদ্ধ মহাবিহার আজ শিল্পী রাজু সরকার-এর অপার সৃজনশীলতায় মূর্ত হয়ে উঠেছে ‘প্রত্নকথা’র অসাধারণ রূপকল্প—যেন মণ্ডপের প্রতিটি ইট, প্রতিটি অলঙ্করণ ফিসফিস করে বলে চলেছে মোগলমারির হাজার বছরের গৌরবোজ্জ্বল অধ্যায়।<br />আর যখন সুজয়নীল-এর কণ্ঠে ভেসে উঠল মোগলমারির ইতিহাসের গৌরবগাথা, তখন সেই অতীত যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে হৃদয়ে ধ্বনিত হলো। মনে হলো, সময় থমকে দাঁড়িয়েছে, আর মোগলমারির গৌরবময় অতীত বর্তমানের বুকে নতুন করে শ্বাস নিচ্ছে।<br />‘প্রত্নকথা’ কেবল এক পূজার থিম নয়, এটি ইতিহাস, শিল্প আর সুরের মেলবন্ধনে গড়ে ওঠা এক জীবন্ত স্বপ্ন।<br /><br />বাঙ্গালী দুর্গা - Top 25 Durga puja pandal in Kolkata 2025 <br /><br />#kolkata_durga_puja_2025<br />#kolkata_durga_puja_theme_2025 #kolkatatop5durgapujapandal2025<br />#durgapuja2025kolkata #kolkatatopbestdurgapuja #durgapuja #durgapujakolkata2025 #kolkatapujoparikrama2025 #kolkatatop10durgapujapandal2025

Buy Now on CodeCanyon