<p>মালদার হরিশ্চন্দ্রপুরে পুজোর মুখে বড়সড় সাফল্য পুলিশের। ব্যাঙ্কে ডাকাতির ছক বানচাল করে পুলিশ। গ্রেফতার বিহারের দুই দুষ্কৃতী, পলাতক তিন। উদ্ধার জাল আধার কার্ড, চুরির বাইক, ডাকাতির সরঞ্জাম। পুলিশের তৎপরতায় বাঁচল বড় ব্যাঙ্ক ডাকাতি।</p>