দুর্গাপুজোর প্রস্তুতি থেকে শুরু করে আজ উদ্বোধনের মুহূর্তে উচ্ছ্বাসে ভাসছে গোটা বাংলা। শহর থেকে গ্রাম, সর্বত্র আলো, রঙ আর আনন্দের জোয়ার। মণ্ডপে মণ্ডপে ভিড় জমছে দর্শনার্থীদের, ঢাকের শব্দে মুখরিত হচ্ছে পরিবেশ। আবেগ আর উৎসবের আবহে মাতোয়ারা প্রতিটি বাঙালি।<br /> <br /> #durgapuja2025 #durgapuja #durgapujapandal