<p>শতাব্দী প্রাচীন প্রথা মেনে টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমা ইছামতি নদীতে নিরঞ্জন। পান্তা ভাত, কচুশাক, চালতার চাটনি খাইয়ে উমাকে বিদায়। আজও ২৪ জন বেয়ারার কাঁধে করে প্রতিমাকে নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের জন্য।</p>