<p>বারুইপুরের সাউথ গড়িয়ার জমিদারবাড়ির দুর্গাপুজোর বিসর্জন প্রথা ৩৬০ বছরেরও বেশি পুরনো। নীলকণ্ঠ পাখি উড়িয়ে আর আকাশে জোড়া গুলি ছুঁড়ে বিসর্জন শুরু হয়। জমিদারবাড়ির প্রতিমার সঙ্গে প্রজাদের প্রতিমাও একসঙ্গে বিসর্জন দেওয়া হয়।</p>