অবিরাম বৃষ্টিতে ডুবল গয়েরকাটা! নদীর রোষে তলিয়ে গেল সবকিছু, দেখা নেই প্রশাসনের
2025-10-05 43 Dailymotion
<p>টানা বৃষ্টিতে গয়েরকাটা ও জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জলের তলায়। এর জেরে বহু বাড়ি ও বাজার প্লাবিত। প্রায় ৩০ থেকে ৪০টি বাড়ি জলের তলায় চলে গিয়েছে। প্রশাসনের তৎপরতা না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।</p>