ভাই-বোনের সম্পর্ক — ভালোবাসার সবচেয়ে পবিত্র বন্ধন ।💞 <br />--- <br />ভাই-বোনের সম্পর্ক — ভালোবাসা, দয়া আর ক্ষমার এক পবিত্র বন্ধন। <br />আজকের এই ইসলামিক শর্ট ভিডিওতে আমরা দেখব, ইসলাম কীভাবে এই সম্পর্ককে মর্যাদা দিয়েছে। <br />রাসূলুল্লাহ ﷺ বলেছেন — <br />“যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে জান্নাতে প্রবেশ করবে না।” (সহীহ বুখারী) <br /><br />তাই রাগ বা অভিমান যাই থাকুক, ভাই-বোনের সম্পর্কটা ঠিক রাখো। <br />আগে সালাম দাও, আগে ক্ষমা চাও, কারণ একদিন হয়তো সেই মানুষটা আর থাকবে না… <br />🌸 আল্লাহ যেন আমাদের ভাই-বোনের বন্ধনকে ভালোবাসা ও রহমতে ভরে দেন। <br />আল্লাহুম্মা আমিন 🤲 <br /><br />#sister #brother #shortsfeed #shorts #viral #islam #trending #love My Allah is one
