সতীপীঠ কঙ্কালীতলায় সকাল থেকে ভক্তদের জোয়ার! চলবে রাতভর সাধনা
2025-10-20 17 Dailymotion
<p>বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলায় কালীপুজো ঘিরে উপচে পড়া ভিড়। দীপান্বিতা অমাবস্যার নিশিরাতে তন্ত্রমতে অনুষ্ঠিত হয় বিশেষ পুজো। রাতভর চলে নিশিপুজো, তান্ত্রিকদের বিশেষ সাধনা ও হোমযজ্ঞ। দূরদূরান্ত থেকে হাজারো ভক্ত ও তান্ত্রিক সমবেত হন সতীপীঠ প্রাঙ্গণে।</p>