আদিত্যের ঠাকুর্দা-ঠাকুমা কনককে তার জীবনের অন্য নারী বলে ভুল করে এবং তার মৃত্যুর জন্য তাকেই দায়ী করে। কনকের আদিত্যের ছেলের সাথে একটি দৃঢ় বন্ধন গড়ে ওঠে এবং পরিবারে সবাই তাকে অস্থিরতাপূর্ণ নাটকীয় উপায়ে গ্রহণ করে।<br /><br />পরিচালক- অগ্রদূত<br />সঙ্গীত পরিচালক- হেমন্ত মুখোপাধ্যায়<br /><br />অভিনয়ে: উত্তম কুমার, সন্ধ্যা রায়, পাহাড়ি সান্যাল, ছায়া দেবী, জহর রায় প্রমুখ।
