মুভির শুরুতে দেখা যায় ট্রাক ড্রাইভার সামাদ (চঞ্চল চৌধুরী) বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ পর সামাদের হেল্পার এসে জানায় তার মা অসুস্থ। তাই তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। ফলে সামাদ সরল মনে অনেকগুলো টাকাসহ তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। <br /><br />এরপর রাতে ট্রাকে মালামাল লোড করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে একটি ভাতের হোটেলে ভাত খেতে বসে সামাদ। এমন সময় অচেনা একজন ব্যাক্তি সামনে এসে দাড়ায়। হঠাৎ এভাবে সামনে কি করে আসলো লোকটি? <br /><br />অনেকটা পথ পাড় হবার পর একটি তেল পাম্পে ট্রাক থামায় সামাদ মিয়া। এরপর পাশের একটি ছোট চায়ের দোকানে গিয়ে বসে। এখানেও সেই অচেনা মানুষটি বসে আছে। কিন্তু এতো তাড়াতাড়ি কি করে এসেছে? এটা বুঝতে পারছেনা সামাদ। <br /><br />এই অচেনা লোকটির নাম জামশেদ। হঠাৎ চা দোকানদারকে জামশেদ বললেন, “দুইটা পানির বোতল রেডি রাখেন। একটা এম্বুলেন্স আসছে।” এরপর সত্যিই একটি এম্বুলেন্স আসলো। এরপর তাড়াতাড়ি দুই বোতল পানি চাইলো। বিষয়টা দেখে সামাদ ড্রাইভার অবাক হলেন। <br /><br />এরপর ট্রাকে করে সামাদ আর জামশেদ রওনা দিলেন একসাথে। এখান থেকেই শুরু হয় সিনেমার মুল গল্প <br /><br />প্রধান অভিনয়শিল্পী তালিকা: <br />সামাদ চরিত্রে – চঞ্চল চৌধুরী <br />জামশেদ চরিত্রে – ফজলুর রহমান বাবু <br />বিউটি চরিত্রে – তানিয়া বৃষ্টি <br />লোটার চরিত্রে – মৌসুমী হামিদ <br />এছাড়াও আরো কিছু পরিচিত অভিনয় শিল্পী রয়েছেন।
