<p>বীরভূমের সিউড়িতে ফের তৃণমূল বনাম তৃণমূল। SIR ক্যাম্প পরিদর্শনে আসেন সাংসদ শতাব্দী রায়। তাঁর সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় হাতাহাতি। অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদীকে দলেরই একাংশ কর্মী মারধর করে।</p>