সময়নিউজ.টিভি: ২০১২-১০-১০<br />সোনালী ব্যাংকের অর্থ কেলেঙ্কারির মামলায় রিমান্ডের প্রথম দিনে দুর্নীতি দমন কমিশনে নিয়ে এসে হলমার্ক গ্রুপের এমডি তানভির মাহমুদ ও জিএম তুষার আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। <br /><br />মঙ্গলবার বিকেলে আড়াই ঘন্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের তদন্তকারী কর্মকর্তা। <br /><br />এসময় কিভাবে এতো বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে সে বিষয়ে জানতে চান মামলার তদন্তকারী কর্মকর্তা। <br /><br />রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদুক চেয়ারম্যান গোলাম রহমান। <br /><br /> http://www.somoynews.tv/details.php?id=780